স্টার শিপ ফিউশন শেফ

প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলি—

১. অংশগ্রহণকারীকে অবশ্যই এই পর্বে দেখানো রেসিপির ‘নতুন ফিউশন রেসিপি’ বানাতে হবে।

২. ফিউশন রেসিপি তৈরির সময়ের ভিডিও বা মূল ডিশের ছবি জমা দিতে হবে।

৩. আপনার বানানো ফিউশন রেসিপির অবশ্যই একটি নাম দিতে হবে।

৪. অংশগ্রহণকারীর নাম, ঠিকানা, ফোন নাম্বার ও মেইল অ্যাড্রেস স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

৫. পর্বটি প্রচারের ৭ দিনের মধ্যে আপনার তৈরি ফিউশন রেসিপির ছবি/ভিডিও পর্বটির কমেন্ট সেকশনে বা www.starshipfusionkitchen.com জমা দিতে হবে।

অথবা পাঠাতে পারেন: starship.soyabean.oil@gmail.com মেইলে।

৬. প্রতি পর্বের সেরা দুজন রেসিপিদাতা পাবেন ‘স্টার শিপ ফিউশন শেফ’ প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ।

৭. প্রতি পর্বের নির্বাচিত দুজন রেসিপিদাতার নাম স্টার শিপ সয়াবিন তেল ও প্রথম আলোর ফেসবুক পেজ এবং ‘স্টার শিপ ফিউশন কিচেন’ ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

৮. বাছাইকৃত রেসিপিদাতাদের নিয়ে আয়োজিত হবে ৮ পর্বের ‘স্টার শিপ ফিউশন শেফ’ প্রতিযোগিতা।

পুরস্কার বিবরণ

🥇 চ্যাম্পিয়ন: ২৫ লাখ
🥈 প্রথম রানার–আপ: ১০ লাখ
🥉 দ্বিতীয় রানার–আপ: ৫ লাখ টাকা।

৯. পুরস্কার হিসেবে বিজয়ীরা পাবেন: চ্যাম্পিয়ন: ২৫ লাখ, প্রথম রানার–আপ: ১০ লাখ ও দ্বিতীয় রানার–আপ: ৫ লাখ টাকা।

১০. প্রতিযোগিতা–সংক্রান্ত সব বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।

আপনার ‘ফিউশন রেসিপি’ জমা দিতে প্রস্তুত?

সকল নিয়ম মেনে এখনই আপনার সৃজনশীল রেসিপিটি পাঠিয়ে দিন।

রেসিপি জমা দিন